শিশুদের ঈদপোশাকে সুতি, লিনেন, পাতলা খাদি ও গেঞ্জি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাকে সাদা, পেস্টাল ঘরানার রং, লাল, সাদার সঙ্গে হলুদ, নীলের ব্যবহার বেশি।
ঈদবাজারে শিশুদের কথা মাথায় রেখে আয়োজনের কমতি নেই। বর্তমানে ছোটদের পোশাকে এসেছে খানিকটা ভিন্নতা, এসেছে নান্দনিকতার ছোঁয়া। এ বিষয়ে কথা হয়েছে চট্টগ্রাম ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ইন্সট্রাক্টর নূরে ফারহা বারীর সঙ্গে। তিনি বলেন, এবারের ঈদের আবহাওয়া থাকবে গরম। কালবৈশাখীর বৃষ্টি হলে সেটা ভিন্ন বিষয়। তবে গরমের বিষয় মাথায় রেখে অনেকটাই আবহাওয়া উপযোগী পোশাক নির্বাচন করতে হবে। গরম এবং বৃষ্টিকে উপযোগী করে রকমারি ডিজাইনের পোশাক পাওয়া যাবে। সেই সঙ্গে ঈদে শিশুর পোশাকে যেসব বিষয় প্রাধান্য দিতে হবে, সেসবই জানিয়েছেন এই ইন্সট্রাক্টর।