বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবন ও মৃত্যু রহস্য নিয়ে নির্মিত ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে প্রদর্শন করাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালমান শাহর মা নীলা চৌধুরীর করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।