You have reached your daily news limit

Please log in to continue


৫৫ ছক্কা, ৪৯ চারে শেষ ওভারে ধোনির ২৭৭ বলে ৬৭৯ রান—তালিকায় এরপর কে?

বয়স ৪১। আন্তর্জাতিক ক্রিকেট শেষবার খেলেছেন সেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। আইপিএল ছাড়া অন্য কোনো প্রতিযোগিতাতেও মহেন্দ্র সিং ধোনিকে দেখাও যায় না। বছরের বেশির ভাগ সময়েই তাই থাকেন মাঠের বাইরে।

স্বাভাবিকভাবেই ধোনির ব্যাটে কিছুটা হলেও মরচে ধরার কথা। তবে তার আঁচ খুব একটা পাওয়া যাচ্ছে না। চেন্নাই অধিনায়ক ব্যাট হাতে এখনো তাঁর কাজটা ঠিকই করে যাচ্ছেন।

কাজটা যে করে যাচ্ছেন, এর প্রমাণ তো লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ওই দুই ছক্কা। যে দুই ছক্কায় আইপিএলে ৫ হাজার রানের মাইলফলকের দেখা পান ধোনি। গতকাল লোকেশ রাহুলের দলের বিপক্ষে ব্যাট হাতে নেমেছিলেন ইনিংসের ২০তম ওভারে।

বল করছিলেন এক ম্যাচ আগেই ৫ উইকেট নেওয়া ইংলিশ পেসার মার্ক উড। উডের গতি যেকোনো উইকেটেই ব্যাটসম্যানদের বিপদে ফেলে। তবে গতকাল ধোনির বেলাতে যেন ভিন্ন ঘটনাই ঘটল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন