অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নতুন করে নামকরণ করেছে চীন। নয়াদিল্লি এর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিংয়ের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, অরুণাচল ভারতের প্রদেশ ছিল এবং থাকবে। খবর- হিন্দুস্তান টাইমসের।
এক বিবৃতিতে তিনি বলেছেন, চীন এই প্রথমবার এমন চেষ্টা করেছে তা নয়। আমরা এটিকে সরাসরি প্রত্যাখ্যান করি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।
চীন যেসব স্থানের নাম পরিবর্তন করেছে তারমধ্যে রয়েছে পর্বতশৃঙ্গ, নদী এবং আবাসিক এলাকা। তৃতীয়বারের মতো চীন অরুণাচল প্রদেশে এমন নাম পরিবর্তন করল। এর আগে ২০১৭ সালের এপ্রিল এবং ২০২১ সালের ডিসেম্বরে চীন নাম পরিবর্তন করেছিল।