ভারতের অর্থনীতি আকারের দিক থেকে এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। দেশটির অর্থনীতি কোভিড-১৯ মহামারির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকার এখন সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে।
যেহেতু এ অর্থনীতিতে ধনকুবেরদের বড় অবদান রয়েছে, সেহেতু দেশের চলমান অর্থনৈতিক পুনরুজ্জীবনে তাঁদের ভূমিকাও অনস্বীকার্য। এনজেসিএম নামের একটি প্রতিষ্ঠান ভারতের এসব ধনকুবের তথা বিলিয়নিয়ারের মধ্য থেকে শীর্ষ ১০ জনের তালিকা প্রকাশ করেছে।
এনজেসিএমের বিলিয়নিয়ার বা শতকোটিপতি তালিকার প্রথম স্থানে রয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। বৈশ্বিক গবেষণাপ্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ শেয়ারবাজারে আদানি গ্রুপের কারসাজি নিয়ে জানুয়ারির শেষ দিকে একটি প্রতিবেদন প্রকাশের পর গ্রুপটি চরম বেকায়দায় পড়ে। তাদের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদরে ব্যাপক পতন ঘটে।