একটা ভয়ংকর সময় পার করছি আমরা

আজকের পত্রিকা জাহীদ রেজা নূর প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ১০:৫০

আমাদের অলক্ষ্যেই চারদিকের সবকিছু যে দ্রুত পরিবর্তিত হয়ে গেছে এবং যাচ্ছে, সেটা আমরা এখনো খুব একটা বুঝে উঠতে পারছি না। কত দ্রুত এক একটা ইস্যু আসছে, তা নিয়ে মাঠ গরম হচ্ছে, তারপর নতুন কোনো ইস্যু এসে নিয়ে নিচ্ছে তার স্থান, সেটা আমরা ঠিকভাবে ধরতে পারছি কি? কখনো কোনো মতলবি কারবার দিয়ে মানুষকে ভোলানো হচ্ছে, কখনো সরল কোনো ঘটনাকে আখ্যা দেওয়া হচ্ছে মতলবি কারবার বলে। মূলত যে সময়টা আমরা পার করছি, তা প্রচণ্ড রকম অস্থির একটা সময়।


রাজনীতিটা যে আদর্শস্থানীয় মানুষের হাত থেকে টাকাওয়ালা লোকের হাতে চলে গেছে, সেটা আমরা সাদা চোখেই দেখতে পাই। সংসদে আইনজীবীর সংখ্যা কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। সে জায়গা ভরাট করার চেষ্টা করছেন ধনপতিরা এবং সেটা ঘটছে রাজনৈতিক দলের নীতিনির্ধারকদের আশীর্বাদেই। এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে, যাঁরা নির্বাচনে মনোনয়ন পান, তাঁদের মধ্যে খুব কমসংখ্যক প্রার্থীই আছেন, যাঁরা আদর্শকে পুঁজি করে নির্বাচনী বৈতরণি পার হয়ে আসতে পারবেন। টাকা আর পেশিশক্তির মিলনে যে রাজনীতি শুরু হয়েছে, তা আমাদের কোথায় নিয়ে যাবে, কেউ জানে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us