করোনা সংক্রমণ-পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে প্রযুক্তি পণ্য খাতেও। গত বছর থেকে নতুন করে কম্পিউটার-ল্যাপটপ-স্মার্টফোনে ভ্যাট আরোপের পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধিতে এখন ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে এসব ডিভাইসের দাম।
কাঙ্ক্ষিত ডিভাইস চলে গেছে অনেকের ক্রয়ক্ষমতার বাইরে। মধ্যম মানের ল্যাপটপ কিনতেই দরকার ৫০ হাজার টাকার বেশি। অপেক্ষাকৃত কম দামে কেনার সুযোগ থাকায় এখন অনেকেই ঝুঁকছেন ব্যবহৃত স্মার্টফোন ও ল্যাপটপের দিকে। তবে পুরোনো ডিভাইস বিক্রেতারাও বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে পুরোনো ও ব্যবহৃত ডিভাইসের বিক্রিও কমে গেছে।