You have reached your daily news limit

Please log in to continue


থাই জেনারেলদের ভিত নাড়িয়ে দেবেন থাকসিনকন্যা?

থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নেতা থাকসিন সিনাওয়াত্রা ২০০৮ সালের পর থেকে একবারও দেশটিতে পা রাখতে পারেননি। আগামী ১৪ মে দেশটিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে থাকসিনের মেয়ে প্যাতংতার্ন সিনাওয়াত্রা বেশ আলোড়ন তুলেছেন। খবর: দ্য স্ট্রেইটস টাইমস’র।

সামরিক অভ্যুত্থানের কারণে দেশ ছেড়েছিলেন ৭৩ বছর বয়সি সাবেক থাই প্রধানমন্ত্রী ও টেলিকম ব্যবসায়ী থাকসিন সিনাওয়াত্রা। এবার ভোটের আগ দিয়ে গণজমায়েতগুলোতে বিপুল জনসমর্থন দেখাতে পেরেছেন তাঁর ৩৬ বছরের মেয়ে। থাইল্যান্ডের রাজনীতিতে আবারও আশা জাগানিয়া অবস্থানে চলে এসেছে থাকসিন পরিবার।

২০০১ সাল থেকে শুরু করে জাতীয় নির্বাচনগুলোর ফলাফলে থাকসিন সিনাওত্রার পার্টি একচ্ছত্র আধিপত্য দেখা যায়। এ বছরও তেমনটিই আশা করা হচ্ছে।

থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রাকেও ২০১৪ সালে সাবেক সেনাপ্রধানের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়তে হয়। এবার পরবর্তী প্রজন্ম প্যাতংতার্ন সিনাওয়াত্রার নেতৃত্বে নির্বাচনে জয়ের মধ্য দিয়ে বাবা ও ফুফুকে দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন