চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে কক্সবাজারে নির্মাণাধীন মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র দেখতে যান পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) কর্মকর্তারা। যাওয়ার সময় তাঁরা নিয়ে গেছেন ড্রোন। এগুলো উড়িয়ে তাঁরা প্রকল্পের খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছেন।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৭৫ ফুট উঁচু চিমনি বানানো হয়েছে। আইএমইডির কর্মকর্তাদের পক্ষে এই চিমনির ওপরে উঠে কাজ ঠিকমতো হয়েছে কি না, তা দেখা সম্ভব নয়। সে জন্য তাঁরা প্রকল্প এলাকায় ড্রোন ওড়ান। চিমনির মুখে ড্রোন স্থির করে যাবতীয় নির্মাণকাজ দেখেন। এ ছাড়া চিমনির চারপাশ ঘুরে ঘুরে ড্রোনটি ছবিও তোলে।