চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনা, চীনা জাহাজের প্রকৌশলী নিখোঁজ

সমকাল প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ২১:৩১

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রয়েছেন ‘এমভি ক্যাং হুয়ান’ জাহাজের প্রধান প্রকৌশলী জ্যাং মিংইয়ান (৪১)। এটি চায়নার পতাকাবাহী বাল্ক জাহাজ। মঙ্গলবার লাইফবোটের সাহায্যে ওই জাহাজে থাকা সব নাবিক প্রাণে বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন প্রধান প্রকৌশলী।


ঘটনার পরপর কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব ক্রাফটের সাহায্যে উদ্ধার কার্যক্রম চালিয়ে ব্যর্থ হয়। পরে ঘটনাটি খতিয়ে দেখতে মার্কেন্টাইল মেরিনেরও দ্বারস্থ হয় বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এখনও নিখোঁজ রয়েছেন প্রধান প্রকৌশলী।


চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম সমকালকে বলেন, ‘ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ জাহাজটির নিখোঁজ চিফ ইঞ্জিনিয়ারকে উদ্ধারে চেষ্টা চালিয়েছে। মার্কেন্টাইল মেরিন কার্যালয়েরও দ্বারস্থ হয়েছি। পাশাপাশি আমাদের উদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us