তিন কোরিয়ান সিনেমা আসছে

প্রথম আলো প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১৫:৩৪

বছরের প্রথম তিন মাসে দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমায় বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি। ‘দ্য পয়েন্টম্যান’ ও ‘ফ্যান্টম’-এর মতো তারকাবহুল সিনেমাও মুখ থুবড়ে পড়েছে। তবু আশা ছাড়ছেন না প্রযোজকেরা, তাঁরা এপ্রিলে তিনটি সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য কোরিয়া টাইমস।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত খেলা নিয়ে সিনেমা ‘রিবাউন্ড’ মুক্তি পাবে ৫ এপ্রিল। ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল কোচ ইয়াং হিউন জংয়ের জুং আন হাইস্কুল বাস্কেটবল দলের শিরোপাজয়ের ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জাং হাং জুন।


এতে কোচ ইয়াং হিউন জংয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আহন জে হোং; আরও রয়েছেন লি শিন ইয়ং, জিউন জি উন। গত বছরের এপ্রিল থেকে জুলাইয়ে সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় মুক্তির পর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও সিনেমাটির মুক্তির কথা রয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কিম ইউন-হি ও হোয়ান সু হুই।


রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘কিলিং রোমান্স’ মুক্তি পাবে ১৪ এপ্রিল। ১৩ বছর পর একসঙ্গে বড় পর্দায় আসছেন কোরিয়ার তারকা জুটি লি সান কিয়ুন ও লি হা নি। এর আগে ‘পাস্তা’ নামে একটি টিভি সিরিজে দেখা গেছে তাঁদের। সিনেমাটি পরিচালনা করেছেন লি উন সুক, এর আগে ‘হাউ টু ইউজ গাইজ উইথ সিক্রেট টিপস’ নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us