You have reached your daily news limit

Please log in to continue


বাইডেনের নৈশভোজে ‘ব্ল্যাকপিংক’র ডাক

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। চার তরুণীর এই ব্যান্ড অল্প সময়েই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’র পরই এখন তাদের নাম উচ্চারিত হয়। শুধু তাই নয়, ‘ব্ল্যাকপিংক’কে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল নারী ব্যান্ড।

অন্তর্জাল থেকে বিলবোর্ড বা পুরস্কারের মঞ্চ, সবখানেই দাপট দেখাচ্ছে ব্যান্ডটি। সমানতালে চলছে বিশ্বজুড়ে কনসার্টও। এরই ধারাবাহিকতায় এবার ‘ব্ল্যাকপিংক’ পারফর্ম করবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আয়োজনে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ নৈশভোজ অনুষ্ঠানে গাওয়ার জন্য ব্যান্ডটিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সদস্যরাও ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। ‘ব্ল্যাকপিংক’র ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়াইজি থেকে বলা হয়েছে, ‘হ্যাঁ, আমরা প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছি।’

আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়ল। তার সম্মানার্থেই বিশেষ নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে শুধু ‘ব্ল্যাকপিংক’ নয়, মার্কিন পপ তারকা লেডি গাগাও গান পরিবেশনের কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন