বন্দে ভারতে পাথর ছুড়লে ৫ বছরের সাজা! কড়া হুঁশিয়ারি দিল রেল

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ১৩:৫৭

বন্দে ভারত এক্সপ্রেসে একাধিক বার পাথর ছোড়ার ঘটনার পর এ বার কঠোর সিদ্ধান্ত নিল রেল। বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। পাথর ছোড়ার ঘটনা রুখতে মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিল দক্ষিণ-মধ্য রেল। তা ছাড়া এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনায় যাতে কোনও রকম প্রশ্রয় না দেওয়া হয়, জনসাধারণের উদ্দেশে সেই আবেদনও জানানো হয়েছে রেলের তরফে।


তেলঙ্গানার একাধিক জায়গা থেকে বন্দে ভারতে একাধিক বার পাথর ছোড়ার ঘটনার পরই এই কঠোর পদক্ষেপ করল দক্ষিণ-মধ্য রেল। রেল সূত্রে খবর, কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এ বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ন’বার হামলা চালানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us