You have reached your daily news limit

Please log in to continue


বিচার বিভাগীয় তদন্ত হোক

প্রতারণার অভিযোগ পাওয়ার পর র‍্যাব সদস্যরা একজন সুস্থ নারীকে তুলে নিলেন এবং তিনি তাঁদের হেফাজতে থাকতে অসুস্থ হয়ে পড়লেন। এরপর দুই হাসপাতালে চিকিৎসা শেষে জানা গেল ওই নারী আর ইহজগতে নেই। তিনি হলেন নওগাঁর একটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিন। আর অভিযোগকারী হলেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক।

র‍্যাব সদস্যরা যখন সুলতানা জেসমিনকে আটক করেছেন, তখনো কিন্তু অভিযোগকারী তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেননি। মামলা করেছেন পরদিন, যখন সুলতানা জেসমিন র‍্যাব হেফাজতে অচেতন অবস্থায় রাজশাহী মেডিকেলের আইসিইউতে। মামলা করার আগে কাউকে হেফাজতে নেওয়ার বিধান নেই। সুলতানা জেসমিনের আটক ও মৃত্যু তাই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন