‘শেষ’ আইপিএল খেলতে এনওসি চান সাকিব

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ২১:৩৩

সাকিব আল হাসান গত মৌসুমে আইপিএলে দল পাননি। এবার নিলামে শেষ মুহূর্তে তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।


তবে মৌসুমের কতটুকু তিনি খেলতে পারবেন, এ নিয়ে জমা হয়েছে নানা সংশয়। তবে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আইপিএলের পুরো মৌসুম খেলতে চান সাকিব।  


৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। কিন্তু এরপর ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সাদা পোশাকে দলের অধিনায়ক হওয়ায় সাকিবকে ছাড়তে চাইছে না বিসিবি। তার সহ-অধিনায়ক লিটন কুমার দাসেরও আইপিএল খেলার কথা কলকাতার হয়েই। দেশের আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা, টেস্ট না খেলায় তাকে নিয়ে খুব একটা ঝামেলা নেই।  


তবে সাকিব-লিটন দুজনেই চলে গেলে টেস্ট দল দুর্বল হয়ে যাবে, এমন ভাবনা রয়েছে। তাই তাদের ছাড়তে চাইছে না বিসিবি। যদিও সাকিব চাইছেন, পুরো মৌসুমজুড়েই খেলতে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির পর দীর্ঘক্ষণ ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে কথা বলেছেন সাকিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us