বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েকশ কোটি গ্রাহক ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে প্রতিনিয়ত আপডেট করছে নিজেকে।
এবার ভিডিও মেসেজের সুবিধা নিয়ে এলো প্ল্যাটফর্মটি। অনেক আগেই ভয়েস মেসেজের সুবিধা যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এছাড়াও ভয়েস স্ট্যাটাস দেওয়ারও সুযোগ আছে। চাইলে সেখানে গান অথবা কবিতা আবৃত্তি করেও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। এবার থেকে যে কাউকে ভিডিও মেসেজও সেন্ড করা যাবে হোয়াটসঅ্যাপে। আরও পড়ুন: অ্যান্ড্রয়েডের ফিচার ডেস্কটপে আনলো হোয়াটসঅ্যাপ ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও শেয়ার করা যাবে।