ঈদের আগেই দূর হবে মেসতার দাগ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১৪:৪০

রমজান মাস এসে গেছে, এবার অপেক্ষা ঈদের। ত্বকে মেসতার দাগ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন।


ঈদের আগেই বিরক্তিকর মেসতার দাগ দূর করতে চাইলে যা করতে হবে- 


মনে রাখতে হবে, মেসতার দাগ দ্রুত যায় না। এর পেছনে সময় দিতে হবে এবং ধৈর্য রাখতে হবে।  


মেসতার বসে যাওয়া দাগ দূর করতে মুলতানি মাটি, চন্দনের গুঁড়া, টক দই ও মধু একত্রে মিশিয়ে নিন। চিনির গুঁড়া ওলিভ অয়েল দিয়ে হালকা মাসাজ করে রেখে দিন, ২০ মিনিট পর পাতলা কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন।


সপ্তাহে অন্তত একবার চালের গুঁড়া ও টকদই দিয়ে নিয়মিত মুখে স্ক্র্যাবিং করতে হবে। এতে মুখের অবাঞ্ছিত দাগ অনেকটাই কমে যাবে।


সপ্তাহে দুই দিন দুই চা চামচ চালের গুঁড়া ও একটি ডিম একসঙ্গে পেস্ট করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে মেছতা দূর হবে ও একইসঙ্গে ত্বক হবে নরম, কোমল ও উজ্জ্বল।


এছাড়া গোলাপজল ও সমপরিমাণ লেবুর রস এবং শসা অথবা আলুর রস মিশিয়ে তুলার সাহায্যে সেই দাগে লাগাতে হবে। এতে ধীরে ধীরে মেসতার দাগ কমে আসবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us