পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫২তম বার্ষিকীতে দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যাশা ঝরেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের কণ্ঠে।
রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বীর শহীদদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠারই প্রত্যয় জানালেন তারা।
প্রতিবছর এই বিশেষ দিনে স্মৃতিসৌধে মেয়েকে নিয়ে আসেন ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বিপুল চন্দ্র সরকার; জানালেন, স্মৃতিসৌধে তার আলাদা অনুভূতি কাজ করে, মেয়েকেও সেই ভালোলাগা আর ভালোবাসার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান।