ফরিদপুরের আলফাডাঙ্গায় বারাশিয়া নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশের বাঁধ অপসারণ করা হয়েছে। একইসঙ্গে নদী থেকে চায়না দুয়ারি জাল অপসারণ করে পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
শনিবার (২৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া ও মহিষারঘোপ এলাকা সংলগ্ন বারাশিয়া নদীতে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফার রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আরও পড়ুন: নোয়াখালীতে ২০ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস এসময় আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক ইউনুছ আলী বিশ্বাস, উপজেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক মো. রিফাত শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।