You have reached your daily news limit

Please log in to continue


ঢাকার বায়ুর মানে উন্নতি, দূষণের শীর্ষে চিয়াং মাই

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বাতাসের মান গত দুই দিনের চেয়ে ভালো হয়েছে। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৪৩, অবস্থান অষ্টম। এর আগে গতকাল (শুক্রবার) স্কোর ছিল ১৬০, তার আগের দিন স্কোর ছিল ১৩৭।

অন্যদিকে আজ (শনিবার) বাংলাদেশ সময় সকালে ১৮৭ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে উঠেছে থাইল্যান্ডের চিয়াং মাই।

শনিবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, চিয়াং মাইয়ের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে তাইওয়ানের কাওশিয়াং, ঘানার আক্রা, চীনের শেনিইয়াং, পাকিস্তানের করাচি, নেপালের কাঠমাণ্ডু, এবং ভিয়েতনামের হ্যানয়। এরপর রয়েছে ঢাকা। আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে আরব আমিরাতের দুবাই এবং মঙ্গোলিয়ার উলানবাটরে।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন