নিজস্ব প্ল্যাটফর্মে এআইচালিত বিভিন্ন টুল ও নতুন এক ‘ব্র্যান্ড হাব’সহ বেশ কিছু নতুন ফিচার চালু করছে গ্রাফিক ডিজাইন অ্যাপ নির্মাতা ক্যানভা।
‘ক্যানভা ক্রিয়েট’ নামের ভার্চুয়াল এক আয়োজনে বৃহস্পতিবার এইসব নতুন টুল ও ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি।
নতুন ফিচারের মধ্যে ‘অ্যাসিস্ট্যান্ট’ নামে এক সুবিধাও রয়েছে যা ব্যবহারকারীকে বিভিন্ন নকশার উপাদান খোঁজার পাশাপাশি বিভিন্ন ফিচারে দ্রুত প্রবেশাধিকার দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। এই টুলের মাধ্যমে ব্যবহারকারী তার নিজের বিদ্যমান ডিজাইনের সঙ্গে মেলে, বিভিন্ন এমন স্টাইল ও নকশার পরামর্শ পাবেন। এর মাধ্যমে ‘ম্যাজিক রাইট’-এর মতো এআই-চালিত বিভিন্ন ডিজাইন টুলেও দ্রুত প্রবেশাধিকার মিলবে। প্ল্যাটফর্মের এআই চালিত কপিরাইটিং সহায়ক টুল এটি। আর এর উন্মোচন ঘটেছে ডিসেম্বরে।