রোজাদারদের জন্য ৩ গুরুত্বপূর্ণ বিষয়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ২০:২১

শুরু হয়েছে রোজার মাস। এ সময় দীর্ঘদিনের অভ্যস্ত রুটিনে অদলবদল ঘটে। ফলে অনেকেই গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা দুর্বলতায় ভোগেন। সুস্থ থেকে রোজা রাখতে চাইলে রোজাদারদের কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ফাতিমা-তুজ-জোহরা।


১। পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই
অনেকেরই প্রশ্ন থাকে সারাদিন তো রোজা রাখি, পানি কখন খাবো? উত্তর হচ্ছে ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত সময়ের মধ্যেই আপনাকে সারাদিনের চাহিদা অনুযায়ী পানি খেয়ে ফেলতে হবে। ৮ থেকে ১০ গ্লাস পানি খান এই সময়ে। সঙ্গে রাখবেন পানিজাতীয় খাবার ও ফল। ইফতারে বেশি করে খেতে পারেন শসা ও তরমুজ। এগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে। সঙ্গে থাকতে পারে শরবত। তবে অনেকে সাহরি শেষ করে একবারে অনেক পানি খেয়ে ফেলেন। এটা করবেন না। বারবার পরিমিত পরিমাণে খাবেন পানি।


২। সাহরিতে খান পুষ্টিকর খাবার
সাহরির খাবার যেন পুষ্টিকর হয় সেদিকে লক্ষ রাখা জরুরি। কার্বোহাইড্রেটের পাশাপাশি ফল রাখতে পারেন খাদ্য তালিকায়। ডাল, ডিম ও দুগ্ধজাত খাবারও আপনাকে চাঙা রাখবে দিনভর।


৩। ইফতার হোক সহজপাচ্য
অনেকেই সারাদিন রোজা রেখে ইফতারে খান তেলে ভাজা খাবার। এতে গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়ে। খেজুর, সবজি, স্যুপ রাখতে পারেন ইফতারে। পাশাপাশি খান মাংস ও বিভিন্ন ফল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us