লাইলাতুল কদর ১৮ এপ্রিল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৫:০০

বছরঘুরে আবারও শুরু হলো রহমত বরকত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। শুরু হলো মুমিন মুসলমানের সংযম সাধনা। আর প্রথম রমজান। আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর সন্তুষ্টি অর্জনের সেরা সময় এ মাস। পরকালীন জীবনের অভাবনীয় পাথেয় সংগ্রহের সেরা মৌসুমও রমজান মাস। রোজা রাখা, ইবাদত-বন্দেগি করা, তওবা-ইসতেগফার ও জিকির-আজকারের মাধ্যমে আত্মশুদ্ধির মাস এটি। আগামী এপ্রিল মাসের ১৮ তারিখ  অনুষ্ঠিত হবে হাজার মাসের শ্রেষ্ঠ রাত ‘লাইলাতুল কদর’ বা ‘শবে কদর’।


রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি। পুরো একমাস রোজা পালন করতে হয়। রোজা পালনের মাধ্যমে বছরের বাকি ১১ মাসের পাপ থেকে মুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ এনে দেয় রমজান মাস। রোজা ইসলামের মৌলিক ইবাদতের অন্যতম। এটি মুমিন মুসলমানের ওপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন- یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا کُتِبَ عَلَیۡکُمُ الصِّیَامُ کَمَا کُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ لَعَلَّکُمۡ تَتَّقُوۡنَ ‘হে ঈমানদারগণ!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us