সিলিকন ভ্যালি ব্যাংকের পতন থেকে শিক্ষণীয়

বণিক বার্তা লুক্রেজিয়া রিচলিন প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১০:১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ছাপিয়ে যুক্তরাষ্ট্রে আর্থিক খাতে সৃষ্ট অস্থিরতা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) পতনের মধ্য দিয়ে যার যাত্রা। এরপর একে একে তিনটি ব্যাংকের অবস্থার অবনতি ঘটে এবং তাদের উদ্ধারে বরাবরের মতো ফেডারেল রিজার্ভকেই এগিয়ে আসতে হয়েছে। এক্ষেত্রে প্রশ্ন হলো, এসভিবি পতন বর্তমান বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতার কাঠামোর একটি মৌলিক দুর্বলতাকে প্রকাশ করে, নাকি এটি শুধু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার তদারকির ব্যর্থতা?


প্রযুক্তি খাতের অনেক সফল ও উচ্চপ্রবৃদ্ধি অর্জনকারী কোম্পানি যুক্তরাষ্ট্রের ব্যাংক খাতকে বিপদে ফেলে দিয়েছে। এসভিবি তেমনই একটি ব্যাংক যারা প্রযুক্তি খাতের কোম্পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল। প্রযুক্তি খাতের আমানতের অর্থের ওপর নির্ভর করেই তারা ব্যবসা পরিচালনা করেছে। কিছু ক্ষেত্রে বেশি ঝুঁকিও গ্রহণ করেছে। এ কথা স্বীকার করতেই হবে যে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এসভিবির পতন মার্কিন ফেডারেল রিজার্ভের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। কিন্তু ফেডের দ্রুত হস্তক্ষেপ বিশেষত আমানতকারীদের আমানতের গ্যারান্টি এবং বর্ধিত ঋণ দিয়ে অন্য ব্যাংকগুলোকে রক্ষার মাধ্যমে এ বার্তা দিয়েছে যে এসভিবির পতন নিয়ে মার্কিন সরকার সত্যিকারভাবে উদ্বিগ্ন ছিল। ক্রেডিট সুইসের সংকটও ইউরোপীয় ব্যাংক খাতের নিয়ন্ত্রকদের একই প্রশ্নের সামনে হাজির করেছে যে আর্থিক প্রতিষ্ঠান রক্ষায় তারাও কি বেইলআউট করবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us