২০২১ সালে প্রথম উইন্ডোজ ১১ উন্মোচন করে মাইক্রোসফট। তবে সে সময় থেকেই ডিফল্ট অ্যাপ পরিচালনা নিয়ে ব্যবহারকারীরা অভিযোগ করে আসছে। উইন্ডোজ ১০-এর তুলনায় নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ডিফল্ট অ্যাপ পরিবর্তনে সমস্যা তৈরি করে। এ সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর এনগ্যাজেট।
উদাহরণস্বরূপ, পিসিতে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার না থাকলে পিডিএফ ফাইল মাইক্রোসফটের এজ ব্রাউজারে চালু হয়। এটি পরিবর্তন করতে চাইলে ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এর সেটিংস মেন্যুতে প্রবেশ করে ফাইল ও লিংকের ধরন পরিবর্তনে বাধ্য করে, যা খুবই বিরক্তিকর অভিজ্ঞতা।