রোজা রেখেও মাপা যাবে রক্তের সুগার

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১৯:০১

ডায়াবেটিস রোগীরা রোজা রেখেও রক্তের সুগার পরিমাপ করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বিষয়টি চিকিৎসাবিজ্ঞান অনুসারে প্রমাণিত এবং ইসলাম ধর্ম অনুসারে সেটা স্বীকৃতও বলে জানিয়েছেন এন্ডোক্রাইনোলজিস্টরা। 


বুধবার (২৩ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মিলন অডিটোরিয়ামে 'রমজানে ডায়বেটিস ও করণীয়' শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। 


হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সার্বিক সহযোগিতায় ঢামেকের এন্ডোক্রাইন বিভাগ ও শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত চিকিৎসকদের নির্দেশনামূলক এ সেমিনারে বক্তারা বলেন, এ বিষয়ে দেশের কেন্দ্রীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের খতিব ও মিশরের কায়রোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর ইসলামী চিন্তাবিদদের মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে তারা এর সপক্ষে ধর্মীয় যুক্তিগুলো উপস্থাপনের মাধ্যমে বলেছেন, রক্তে সুগারের পরিমাণ পরিমাপ করা যাবে। এক্ষেত্রে কোনো ধর্মীয় বাধা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us