You have reached your daily news limit

Please log in to continue


এক দশক পর আবারও গলছে জাপান-দক্ষিণ কোরিয়ার বরফ, পূর্ব এশিয়ার ভূরাজনীতিতে নয়া সমীকরণ

১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত সার্জিও লিওনের ক্লাসিক সিনেমা দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি যদি কেউ দেখে থাকেন, তাহলে সিনেমার সেই আইকনিক মেক্সিকান স্ট্যান্ডঅফের দৃশ্যটি অবশ্যই মনে থাকার কথা। তিনজনের প্রত্যেকেই গোল হয়ে দাঁড়িয়ে এক জোড়া করে পিস্তল ধরে রেখেছে অপরের দিকে — কেউই কাউকে বিশ্বাস করে না, কিন্তু প্রকাশ্যে সংঘাতে জড়িয়ে পড়তেও পারবে না, কারণ তাতে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বৈশ্বিক ভূরাজনীতিতে যদি পারফেক্ট মেক্সিকান স্ট্যান্ডঅফ থাকে, সেটা পূর্ব এশিয়ার দেশ চীন, জাপান, ও দক্ষিণ কোরিয়ার মাঝে।

প্রত্যেকেরই রয়েছে অপরের প্রতি অবিশ্বাস ও তিক্ত স্মৃতি, কিন্তু তিন অর্থনৈতিক পরাশক্তির মাঝে সংঘাত হওয়ার সম্ভাবনাও কম। কিন্তু সম্প্রতি সেই সমীকরণ পালটে যাচ্ছে দ্রুত। অতীতের তিক্ততাকে পেছনে রেখে দক্ষিণ কোরিয়া তার সাবেক ঔপনিবেশিক প্রভু জাপানের সঙ্গে সৌহার্দ গড়ে তুলতে যাচ্ছে; কারণ প্রশান্ত মহাসাগরের পশ্চিম পাড়ে দ্রুতই প্রভাব বাড়াচ্ছে চীন। আর এই সৌহার্দের প্রথম সোপান হলো দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক-ইউলের গত ১৬ মার্চের টোকিও সফর — দীর্ঘ দশ বছর পর আবারও বরফ গলতে শুরু করেছে জাপানের সাথে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন