অভিযুক্তকে কোমরে দড়ি বাঁধার এই দেশে কোনো একজন মানুষকে সেটা করা হবে না কেন, আসতেই পারে সে প্রশ্ন।
একজন শিল্পপতির কোমরে দড়ি বাঁধা না গেলে অন্য মানুষের কোমরে দড়ি বাঁধা হলে সেটা সংবিধানের ২৭ অনুচ্ছেদ (সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী)-এর ব্যত্যয় ঘটায় কি না, সেই আলোচনাও জরুরি