বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না: আব্দুস সালাম

সমকাল প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১৪:০১

বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। 



তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না যে কোনো বাড়িতে বা রেস্তোরাঁয় সভা করা যাবে না। বিএনপি বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক দল। কোনো কারণ ছাড়া যেন বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা না হয়। আর গ্রেপ্তার করার পর সরকারের পক্ষ থেকে বলা হয়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এটা সম্পূর্ণ সত্য নয়।’


আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। 


বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ‘পুলিশ ঢাকা মহানগরে বিএনপির নেতা-কর্মীদের বাসায় যাচ্ছে। তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়গুলো ডিএমপি কমিশনারকে জানানো হয়েছে। কেন নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সে বিষয়টা জানতে চাওয়া হয়েছে কমিশনারের কাছে।’


তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে যে সব নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই জামিনে রয়েছেন। আমাদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো ভিত্তিহীন, অন্যায়ভাবে এ মামলা করা হয়েছে। তারপরও হাইকোর্ট এবং জজকোর্ট থেকে নেতা-কর্মীরা সেই মামলায় জামিন পেয়েছেন।’


আব্দুস সালাম বলেছেন, ‘সরকার গণতন্ত্রের কথা বলছে, রাজনৈতিক সুযোগ-সুবিধার কথা বলছে। আর নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে কাবু করতে, ঘরে ঢুকাতে বেছে বেছে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হবে, এটা হতে পারে না। এটার আমরা প্রতিবাদ করেছি।’


বিএনপি এ নেতা বলেন, ‘আমরা পবিত্র রমজানে নির্বিঘ্নে ইফতার মাহফিলগুলো করতে চাই। এ জন্য শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সহযোগিতা দরকার। সেই সহযোগিতা আমরা চেয়েছি। কোথাও যাতে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা না হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us