অতীতের ভুল থেকে শিক্ষা নেন তারকারাও। অভিনেত্রী সারা আলি খান তেমনই এক ভুলের কথা স্বীকার করে নিলেন। জানালেন, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লভ আজ কাল’ এবং ‘কুলি নম্বর ১’ ছবি দু’টি দর্শকের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল। দু’টি ছবিতেই তাঁর পারফরম্যান্স ভাল হয়নি বলে স্বীকার করে নেন অভিনেত্রী।
শিল্পী হিসাবে তাঁর খামতি কী ছিল, কেন তিনি নিজের সেরাটা দিতে পারেননি, সে বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অকপটে কথা বললেন সারা। ‘কেদারনাথ’(২০২০)-এর মতো ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ‘সিম্বা’ (২০১৮) ছবিতেও ভাল কাজ করেছিলেন অভিনেত্রী। কিন্তু ২০১৯ সালে যখন ‘লভ আজ কাল’ ছবির শুটিং করছিলেন, তখন তখন যেন বাস্তব জগৎ থেকে দূরের কোনও কল্পরাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন সইফ আলি খান এবং অমৃতা সিংহের কন্যা।