ইসরাইলে অশান্তি, আতঙ্কে ফিলিস্তিন

যুগান্তর মারওয়ান বিশারা প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ১৬:১৯

যেদিন থেকে ফ্যাসিবাদী ও উগ্রপন্থি দল ক্ষমতা নিয়েছে, সেদিন থেকে ইসরাইল এমন এক স্বৈরাচারী দেশে পরিণত হয়েছে, যেখানে ধর্মান্ধতাই হচ্ছে শাসননীতি। ফলে ইসরাইলের মূলনীতি, নিরপেক্ষ ও স্বাধীন শক্তিগুলোর বর্তমান অবস্থান হয়েছে রাস্তায়। মূলত এজন্যই কয়েকদিন আগে তেলআবিবের রাস্তায় দেখা গেল বিক্ষোভ। আন্দোলনকারীদের ক্ষোভের কারণও যৌক্তিক। ইসরাইলের ক্ষমতাসীন সরকার দ্রুত এমন এক আইন পাশ করতে চায়, যাতে করে কার্যত খর্ব হয় স্বাধীন বিচারব্যবস্থার শক্তি; সুপ্রিমকোর্ট চলে যায় ক্ষমতাসীন দলের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠদের হাতে। বিক্ষোভকারীরা এর বিপক্ষে।


এ প্রতিবাদকারীদের দলে একাধিক সাবেক জেনারেলকে দেখেছি আমরা। অনেক বর্তমান সেনাসদস্যও ছিলেন। তারা সরকারকে সতর্ক করে দিয়েছেন, গণতন্ত্র থেকে যেন কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার প্রতি ঝুঁকে না হয়ে পড়ে ইসরাইল। একইভাবে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইহুদি সম্প্রদায়ের একাংশ, যারা ইসরাইলকে ইহুদি গণতন্ত্র হিসাবে দেখতে চান, তারাও আহ্বান জানিয়েছেন এ বিষয়ে সজাগ থাকতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us