প্রস্তাব এলেই যে আমি সঙ্গীত পরিচালনা করতে রাজি হব, কেউ তা ভাবলে ভুল করবেন: কবীর সুমন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১১:৩৫

বয়স তাঁর কাছে হার মেনেছে। পঁচাত্তরের ‘তরুণ’ কবীর সুমন এখনও সঙ্গীতের নদীতে বহমান সুর-স্রোতের মতো। সম্প্রতি সময় বার করে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে গান লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন তিনি। পারমিতা মুন্সী পরিচালিত ছবিটির নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।


টলিপাড়া থেকে ডাক পাওয়ার ক্ষেত্রে সুমনের একাধিক ‌অনুযোগ রয়েছে। তবে তিনি নিজেই জানিয়েছেন, পরিচিত এবং কাছের বন্ধুবান্ধবের অনুরোধ তিনি ফেলতে পারেন না। ঠিক তেমনটাই ঘটেছে পারমিতার ক্ষেত্রে। সুমনের সঙ্গে পারমিতার প্রায় দু’দশকের বন্ধুত্ব। এর আগে পরিচালকের প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘লাস্ট ট্রাম’ এবং ‘গুহামানব’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন ‘তোমাকে চাই’-এর গায়ক। আনন্দবাজার অনলাইনকে সুমন বলছিলেন, ‘‘যাঁরা আমার বিপদে আপদে পাশে থেকেছেন তাঁদের সঙ্গে কাজ করতে তো আমার কোনও আপত্তি নেই।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us