Essential Oils For Hair: চুলের যত্নে এসেনশিয়াল অয়েল ব্যবহার দিনের পর দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধরনের তেলের গুণের জন্য বিউটি ওয়ার্লডে বেড়েছে খ্যাতিও। স্কিনকেয়ার থেকে হেয়ার কেয়ার, সবক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এসেনশিয়াল অয়েল। ল্যাভেন্ডার অয়েল, রোজমেরি অয়েল আমাদের মধ্য়ে বেশ জনপ্রিয়।
তবে এগুলি ছাড়াও কিছু এসেনশিয়াল অয়েল আছে, যা খুব কার্যকরী, যেমন পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল। এর গুণে ত্বকের নানা সমস্যা সমাধান তো হয়ই। একাধিক গবেষণাতে দেখা গিয়েছে, পিপারমিন্ট অয়েল চুলের বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী এই তেল? কী ভাবে ব্যবহার করবেন? কী উপকার পাবেন? জেনে নিন এক এক করে…