কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১৯ মার্চ ২০২৩, ০৮:৩৫

বিশ্ববাজারে যখন চালের দাম কমতির দিকে, তখন বাংলাদেশে বাড়তির দিকে। গমের দামের ক্ষেত্রেও একই অবস্থা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে চালের উৎপাদন ও মজুত দুটিই সন্তোষজনক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আমনের পর বোরোর ফলনও ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর উৎপাদন ৫ লাখ টন বেশি।


খাদ্য মন্ত্রণালয় বলছে, আমন মৌসুমে সরকার চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তার প্রায় সবটাই অর্জিত হয়েছে। সরকারি গুদামে চাল ও গমের মজুত ১৯ লাখ টন। এরপরও চালের দাম বাড়তির দিকে থাকার কী যুক্তি থাকতে পারে? খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেছেন, মজুত ও সংগ্রহ ভালো থাকার পরও চালের দাম কেন বাড়ছে, সেটি খতিয়ে দেখে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us