বিশ্ববাজারে যখন চালের দাম কমতির দিকে, তখন বাংলাদেশে বাড়তির দিকে। গমের দামের ক্ষেত্রেও একই অবস্থা। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে চালের উৎপাদন ও মজুত দুটিই সন্তোষজনক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, আমনের পর বোরোর ফলনও ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বোরোর উৎপাদন ৫ লাখ টন বেশি।
খাদ্য মন্ত্রণালয় বলছে, আমন মৌসুমে সরকার চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, তার প্রায় সবটাই অর্জিত হয়েছে। সরকারি গুদামে চাল ও গমের মজুত ১৯ লাখ টন। এরপরও চালের দাম বাড়তির দিকে থাকার কী যুক্তি থাকতে পারে? খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেছেন, মজুত ও সংগ্রহ ভালো থাকার পরও চালের দাম কেন বাড়ছে, সেটি খতিয়ে দেখে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।