কচুরিপানা, হোগলা, তাল ও খেজুরপাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব বাহারি সব পণ্য। এসব পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৭৬ দেশে। এতে বছরে আসছে প্রায় একশ কোটি বৈদশিক মুদ্রা। পাবনার দাশুড়িয়ার পাশে মুনশিদপুর গ্রামে ‘বিডি ক্রিয়েশন’ নামে একটি প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে এসব পণ্য। প্রতিষ্ঠানটিতে কাজ করছেন ২০ গ্রামের আট শতাধিক নারী-পুরুষ। এছাড়া আশপাশের অনেক মানুষ বাড়িতে বসে বিভিন্ন পণ্য তৈরি করে এখানে সরবরাহ করেন।
সরেজমিন দেখা গেছে, কারখানাটির কাঁচামালের সবই বলতে গেলে অবহেলিত। যেগুলোর অধিকাংশই জ্বালানি বা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কচুরিপানা তো মাঠ ও জলাশয়ের জন্য রীতিমতো ক্ষতিকর। অথচ অনাদর অবহেলার এসব দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে চমৎকার সব পণ্য।