You have reached your daily news limit

Please log in to continue


আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে নতুন জোট গড়তে চান মমতা-অখিলেশ

২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জোট গঠনের নানা প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) চ্যালেঞ্জ ছুঁড়তেই পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তর প্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদব নতুন জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। এ জন্য বাম ও কংগ্রেসকে ছাড়াই শক্তিশালী আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে চান তারা।

শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় কালীঘাটের কার্যালয়ে এক ঘণ্টারও বেশি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ও অখিলেশ যাদব। বৈঠকের পরে সমাজবাদী পার্টির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ভোটের আগে জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। তবে বৈঠকে নিশ্চিত করা যায়নি নির্বাচনে জয়ী হলে জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে হবেন তা। এদিকে মমতা-অখিলেশের বৈঠকের কার্যকারিতা নিয়ে রসিকতা করেছেন বিজেপি নেতারা। জানা যায়, কলকাতায় চলছে সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন