রাঙামাটি সদরে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই জন পর্যটক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।
শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যার পর পিকনিক থেকে ফেরার পথে মানিকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাঙামাটি-চট্টগ্রাম সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
পিকনিকের বাসের বাবুর্চি কামাল হোসেন বলেন, ‘আমরা ৫০ জন রাঙামাটি বেড়াতে আসি। বাসের সবাই চট্টগ্রামের ভাটিয়ারির ব্রিকস অ্যান্ড ক্লো ওয়াকর্স লিমিটেডের কর্মচারী। ফেরার পথে পর্যটন এলাকায় বাসটি প্রথমে দুর্ঘটনা ঘটায়। সেখানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সময় অনেক যাত্রী অন্য বাসে চলে যান। পরে ১৫ থেকে ১৭ জন নিয়ে বাসটি ছেড়ে আসে। এরপর মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।’
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক শিমুল রফি জানান, গাড়ির নিচ থেকে মৃত অবস্থায় দুই জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।