‘বর্তমান পরিস্থিতি’ দেখে বাংলাদেশকে চিনতে না পারার কথা জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘কোথায় এসে ঠেকেছে’– বিস্ময়ভরা কণ্ঠে এ প্রশ্ন রেখেছেন তিনি।
সু্প্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনে ভোট কারচুপি হয়েছে- এমন অভিযোগ এনে এই প্রশ্ন রাখেন বিএনপি নেতা। ক্ষমতাসীন আওয়ামী লীগকে আখ্যা দেন ‘প্যাথলজিক্যাল চোর’ বলে ।
বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানের আলোচনায় বক্তব্য দিচ্ছিলেন ফখরুল।
তিনি বলেন, “তাদের (ক্ষমতাসীন) একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি। আমরা তো ভোট-চোর ভোট-চোর বলি। জাতীয় নির্বাচনে ভোট চুরি করে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট চুরি করে। এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে, ঢাকা বারে ভোট চুরি করছে।”
এই নির্বাচনে ‘ভুয়া ব্যালট পেপার’ ছাপিয়ে সিল মারার অভিযোগ আনেন বিএনপি নেতা। তার দাবি, সেটাকে ধরে ফেলার কারণে সেখানে গোলযোগ হয়েছে।
তিনি বলেন, “আমাদের যিনি সাত বার সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, তাকে তারা আঘাত করেছে এবং তার নামসহ আরও এক হাজার আইনজীবীদের বিরুদ্ধে মামলা করেছে।“