প্রকৃতিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ঋতু পরিবর্তনের এই সময়ে চুল ও ত্বকের পাশাপাশি চোখেরও যত্ন নেওয়া উচিত। কারণ আবহাওয়ার পরিবর্তনের কারণে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস সংক্রমণের আশঙ্কা থাকে। এই রোগে চোখ লাল হয়ে যায়, পানি বের হতে থাকে, চোখে ব্যথা হয়, চোখে খচখচ ভাব, অস্বস্তি হয়, অনবরত পুঁজের মতো বের হতে থাকে।
মূলত ব্যাকটেরিয়া সংক্রমণ বা অ্যালার্জির কারণে কনজাংটিভাইটিস হতে পারে। তবে ঠান্ডা ও গরমের কারণেও এটি হয়ে থাকে। এছাড়া কন্টাক্ট লেন্স, ধোঁয়া-ধুলা-ময়লার কারণেও কখনও কখনও এই রোগ হয়। কনজাংটিভাইটিসের কারণএটি একটি সংক্রামক রোগ। তাই কনজাংটিভাইটিস হয়েছে এমন কারও সংস্পর্শে এলে এই রোগ হওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও, কোনও জিনিসে যদি অ্যালার্জি থাকে এবং কোনওভাবে যদি সেটির সংস্পর্শে আসা হয়, তাহলে হতে পারে কনজাংটিভাইটিস।প্রতিরোধের উপায় : চোখে কনজাংটিভাইটিস হলে বেশ কষ্ট পেতে হয়।