আপনার যেমন পিতা-মাতা রয়েছেন, তেমনই স্ত্রীরও আছে। আপনার বাবা-মা যেমন আপনার সুখ স্বাচ্ছন্দ নিয়ে চিন্তিত, ঠিক তেমনই স্ত্রীর মা-বাবাও বিষয়টি প্রাধান্য দিয়ে দেখেন। তাই তাঁরা আপনার জীবনে একটু-আধটু নাক গলাতেই পারেন। মেয়ের ভাল-মন্দ নিয়ে তারাও তো চিন্তিত নাকি!
বহু ক্ষেত্রেই দেখা যায় যে, স্ত্রীর মা আপনাদের সব বিষয়েই কথা বলছেন। কী খাবেন, কী পরবেন থেকে শুরু করে যাবতীয় বিষয়ে তিনি নিজের মত পেশ করতে পারেন। মনে রাখবেন, এই ব্যবহার সহ্য করলে আদতে জীবনে জটিলতা তৈরি হতে পারে।