পাকিস্তানের টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয়েছে অধিনায়ক বাবর আজম, ওপেনার মোহাম্মদ রিজওয়ান, পেসার শাহিন শাহ আফ্রিদি, ফাখর জামান এবং হারিস রউফদেরকে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে মূলত সিনিয়র এসব ক্রিকেটারকে বাদ দেয়া হয়নি, তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে বাবর আজমের সহকারীর দায়িত্ব পালন করা শাদাব খানকে। এই সিরিজের জন্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে ১৮ জনের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য সোমবার রিজার্ভসহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পারফরম্যান্সকে। সুযোগ দেওয়া হয়েছে একাধিক নতুন মুখকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড মূলত এবার টি-টোয়েন্টি ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাইছে।