ঘটনাটা গত বছরের এশিয়া কাপে। ম্যাচ চলাকালীন পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফগান পেসার ফরিদ আহমদ মালিক। মাঠেই অনেকটাই একে অপরকে মারতে উদ্যত হন এই দুই ক্রিকেটার। তাঁদের সেই দ্বন্দ্বের রেশ ছিল ম্যাচ শেষেও।
খেলা শেষে হেরে যাওয়া আফগান দর্শকদের আক্রমণের শিকার হন পাকিস্তানি সমর্থকেরা। ঘটনাটা যে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভুলে যায়নি, তা স্পষ্ট হলো পিসিবি প্রধান নাজাম শেঠির কথাতে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে আফগান ক্রিকেটার ও সমর্থকদের যেন সতর্কই করে দিয়েছেন নাজাম শেঠি।
মাঠের বাজে আচরণের কারণে আসিফ আলী ও ফরিদ আহমেদকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাও দিতে হয়েছিল। মাঠের ঘটনা নিয়ে পরে খুব বেশি আলোচনা হয়নি। তবে পাকিস্তান খেপেছিল ম্যাচ শেষে আফগান সমর্থকদের আচরণে। দেশটির অনেক সাবেক ক্রিকেটারই আফগানদের ধুয়ে দিয়েছিলেন। পিসিবির সেই সময়ের প্রধান রমিজ রাজা আইসিসিতে অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।