সিলিকন ভ্যালি যুক্তরাজ্য শাখা বিক্রি হল ১২৬ টাকায়

চ্যানেল আই প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩, ১৬:৫৮

ব্যর্থ মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংকের যুক্তরাজ্য শাখাটি আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির’র কাছে মাত্র ১২৬ টাকায় বিক্রি করে দিয়েছে সরকার। একটি উদ্ধার চুক্তির আওতায় এই নামমাত্র মূল্যে ব্যাংকের শাখাটি এইচএসবিসি’র কাছে বিক্রি করা হল।


আজ সোমবার মার্কিন সরকার এবং এইচএসবিসি এই ঘোষণা দিয়েছে।


ব্যাংক অফ ইংল্যান্ড এবং সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে এই চুক্তিটি সম্পন্ন হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ হয়ে যাওয়ার পর ব্রিটেনে প্রযুক্তি এবং জীব বিজ্ঞান খাতে গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক জরুরী ভিত্তিতে বৈঠকে বসে।


বৈঠকের পর সরকারের এক জরুরি ট্রেজারি বিবৃতিতে বলা হয়েছে, সিলিকন ভ্যালি ব্যাংক (ইউকে) লিমিটেড আজ এইচএসবিসির কাছে বিক্রি করা হয়েছে।


এর আগে পুঁজি সংকটের কারণে শুক্রবার বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি)। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us