You have reached your daily news limit

Please log in to continue


ত্রিশালে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ৫

ময়মনসিংহের ত্রিশালে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে ইতোমধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন- ধোবাউড়া উপজেলার খামারভাসা গ্রামের দুলেনা (৪০), রেজিয়া (৩৫), আহত রুবেলের ছেলে আশিক (৭)।

অপরদিকে আক্কাস আলী নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার ইউনিটে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- নিহত রেজিয়ার স্বামী তোতা মিয়া, ভাতিজা ইয়াসিন, আরেকটি পরিবারের ফেরদৌসী, রুবেল মিয়া।

জানা যায়, ভাড়ায় চালিত মাইক্রোবাসটিতে চালকসহ ১১ জন ছিলেন। 

নিহত আক্কাস আলীর স্বজনরা জানান, ঢাকার শাহাজাদপুরের হোটেল ব্যবসায়ী আক্কাস আলী ধোবাউড়ায় পরিবার নিয়ে আত্মীয় বাড়িতে ঘুরতে এসেছিলেন। পরে রোববার রাতে ঢাকায় ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

তারা আরও জানান, গাড়ির সামনের সিটে বসে ছিলেন আক্কাসের ছেলে রনি মিয়া। সিলিন্ডার বিস্ফোরণের পর খাদে পড়া জ্বলন্ত মাইক্রোবাসের গ্লাস ভেঙ্গে বের হয়ে প্রাণে বেঁচে গেলেও মা-বাবাকে বাঁচাতে পারেনি রনি মিয়া।

আক্কাস আলীর ভাই আব্দুল হান্নান জানান, ঢাকা নেওয়ার পথে ১০টার দিকে মারা যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন