বাংলাদেশ-রাশিয়ার মধ্যে সহজ ব্যাংকিং এবং দেশটির ব্যাংকে তাদের মুদ্রা রুবলে হিসাব খুলে বাণিজ্য ও আর্থিক লেনদেন কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করবে দু'দেশের কর্মকর্তারা। সোমবার এই বিষয় এবং বিকল্প ও নিরাপদ লেনদেনের পদ্ধতি খুঁজে বের করাসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়ার সঙ্গে তিন দিনব্যাপী দ্বিপক্ষীয় আলোচনা শুরু করছে বাংলাদেশ।
বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা–সংক্রান্ত রাশিয়া-বাংলাদেশ আন্তসরকার কমিশনের চতুর্থ অধিবেশনের আওতায় ভার্চ্যুয়াল মাধ্যমে এ আলোচনা শুরু হবে। ঢাকার সময় বেলা ২টা ও মস্কোর সময় বেলা ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে রাশিয়ার দিক থেকে নেতৃত্ব দেবেন কমিশনের চেয়ারম্যান ও রাশিয়া ফেডারেশনের ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া ভি শেসতাকভ। আর বাংলাদেশের দিক থেকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের।