দর্শক বলছে ‘এ যুগের শাবনূর’, সুমি কী বললেন?

চ্যানেল আই প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১৯:৪৭

মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’ দেখে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে দর্শকদের মাঝে। কারো কাছে ভালো লেগেছে, কেউ কেউ অসঙ্গতি টেনে কড়া সমালোচনা করছেন!


তবে ভালো মন্দ লাগা দর্শকদের একটিই কথা, এটি নব্বই দশকের প্রয়াত সুপারস্টার সালমান শাহ্‌কে ঘিরেই নির্মিত!


এদিকে, নির্মাতা প্রযোজনা সংস্থা এবং শিল্পীরা বলছেন, এটি সালমান শাহ্‌র গল্প নয়, শ্রেফ ফিকশন! কিন্তু গল্পে দেখানো হয়েছে সালমান শাহ্‌র ব্যক্তি জীবন, ক্যারিয়ার ও তার মৃত্যু রহস্য উদঘাটন। তাই সেখানে তৎকালীন নায়িকা শাবনূরের বিষয়টি ‘আনঅফিশিয়ালি’ উঠে এসেছে।


এতে নব্বই দশকের সুপারস্টার আরমান চরিত্রে দেখা গেছে ইয়াশ রোহানকে, যে চরিত্রটির অবয়ব দেখে দর্শক বলছেন, হুবহু সালমান শাহ্‌! তার সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে যাওয়া চরিত্র শবনম, যেটি করেছেন শাহনাজ সুমি। দর্শকদের শতভাগ কথা, এটি শাবনূরের চরিত্র!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us