বিজনেস সামিটে বিদেশিদের নজর কাড়ছে বাংলাদেশি পণ্য

আরটিভি প্রকাশিত: ১২ মার্চ ২০২৩, ১৮:৩১

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’। তিন দিনব্যাপী এই সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’। এতে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি বিশ্বমানের পণ্য প্রদর্শনী করা হচ্ছে। যা সামিটে আগত বিদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নজর কাড়ছে।


রোববার (১২ মার্চ) আন্তর্জাতিক এই বিজনেস সামিটের দ্বিতীয় দিনে সরেজমিনে গিয়ে দেখা যায়, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এসেছেন। তারা বেস্ট অব বাংলাদেশ এক্সপোতে ঘুরে ঘুরে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি পণ্য সামগ্রী দেখছেন এবং পণ্যের মানের প্রশংসা করছেন।


এক্সপোতে বেঙ্গল গ্রুপ, মেঘনা গ্রুপ, আকিজ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, ওয়ালটন, প্রাণ আরএফএল, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্যাভিলিয়নসহ প্রায় অর্ধশত স্টল রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us