ধরুন, আপনি প্লাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য। কিংবা রেললাইন ধরে হেঁটে যাচ্ছেন। একটু খেয়াল করলেই দেখবেন রেললাইনের স্লিপারের মাঝে আছে অসংখ্য পাথরের টুকরা।
তবে স্লিপারের মাঝের ফাঁকা জায়গায় পাথর ফেলা হয়েছে মনে করলে ভুল করবেন। আসলে পাথর ফেলে তার ওপরই বসানো হয়েছে রেললাইনের স্লিপার!
কিন্তু এমনটা কেন করা হয়? আছে বেশকিছু কারণ।
রেললাইন ধাতব পদার্থের তৈরি হওয়ায় অতিরিক্ত গরমের সময় আয়তনে সামান্য বেড়ে যেতে পারে। আবার, শীতের সময় এর আয়তন হতে পারে সংকুচিত। কিন্তু সেটা হলে তো বিপদ! ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই এভাবে রেললাইনে পাথর বিছানো হয়।