ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব। যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।