ফেসবুকে ৯ বছর পর ফিরছে ইন-অ্যাপ মেসেঞ্জার

বণিক বার্তা প্রকাশিত: ১১ মার্চ ২০২৩, ০৯:০১

প্রায় নয় বছরের বেশি সময় পর সামাজিক যোগাযোগের মূল অ্যাপে মেসেঞ্জার ফিরিয়ে আনছে মেটা মালিকানাধীন ফেসবুক। প্রায় এক দশক আগে ২০১৪ সালে ফেসবুক থেকে মেসেজিং কার্যক্রম সরিয়ে নেয় ফেসবুক। এর কারণে অনেক ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকে মেসেঞ্জার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের আলাদা করে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে। খবর টেকটাইমস।ফেসবুকের প্রধান টম অ্যালিসন জানান, ফেসবুকের মূল অ্যাপে মেসেজিং ফিচার পুনরায় চালুর পরীক্ষা চালাচ্ছে কোম্পানিটি।


এর ফলে ব্যবহারকারীরা আলাদা মেসেজিং অ্যাপ চালু করা ছাড়াই সহজে যেকোনো কনটেন্ট শেয়ার করতে পারবে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই ফেসবুক মূলত নতুন এ উদ্যোগ নিয়েছে। এ সুবিধা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের নতুন কনটেন্ট খুঁজে পাওয়ার পাশাপাশি শেয়ার করার সুবিধাও দেবে।এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, ‘‌কোনো কনটেন্ট একা দেখার পরিবর্তে ব্যবহারকারীরা যেন বন্ধুদের সঙ্গে সেটি শেয়ার করতে পারে সেটি আমরা বিশ্বাস করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us